বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

আশা করি সবাই ভালো আছেন । আজ গ্রামীনফোন এর একটি ইন্টারনেট অফার নিয়ে লিখছি, আশা করি সবাই উপকৃত হবেন

প্রতি বারের মতো গ্রামীনফোন সিমে আবারও
নির্দিষ্ট পরিমান কথা বললেই পাচ্ছেন ইন্টারনেট এমবি

অফারটি নিতে ডায়াল করুন *999*2# এই অফারটি কিছু দিন
বন্ধ ছিল, আবার চালু করেছে তাই সবাইকে জানিয়ে
দিলাম ।
আশা করি একটি হলেও ধন্যবাদ জানাবেন ।
অফারটি নিতে আগে রেজিস্টার করে নির্দিষ্ট পরিমান
কথা বলতে হবে । কারো 1 টাকা, কারো 2 টাকা,
কারো 5 টাকা কথা বলার পর প্রতিবারে 1 mb করে
পাবেন ।
আর মজার ব্যাপার হলো এই অফারটি talk time মিনিট
দিয়ে নির্দিষ্ট পরিমান কথা বলেও ইন্টারনেট এমবি
পাওয়া যায় ।
তো বন্ধুরা বেশি কিছু আর বলছি না । সবাই ভালো
থাকবেন আর আমার পক্ষ থেকে দূর্গা পূজার
অগ্রীম শুভেচ্ছা রইল ।
বিদায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন