কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আবু ইউসুফ (৩২) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (০৯ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামে নিজ বাড়ির দক্ষিণ পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইউসুফ ওই গ্রামের মৃত. আব্দুল মান্নান (মুনাফ) মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
নিহতের স্ত্রী রেখা আক্তার জানান, শনিবার রাত ৮টার সময় খাবার খেয়ে ওষুধ আনতে এলাকার মতিন মিয়ার মার্কেটের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইউসুফ। রাতে বাড়ি না আসায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে স্থানীয়রা বাড়ির দক্ষিণ পাশের ডোবায় ইউসুফের মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেয়।
নিহতের স্ত্রী আরো জানান, তার স্বামীর সঙ্গে অনেকেরই আর্থিক লেনদেন ছিল। আর্থিক লেনদেনের জেরে তাকে হত্যা করা হতে পারে।
এদিকে, মুরাদনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মাথার পিছনের অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন